Sunday, June 19, 2011

সহজেই ওয়েব হিস্টোরি মোছা

মজিলা ব্রাউজার ব্যবহার করে আপনি যখনই কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন না কেন, ব্রাউজারের ওয়েব হিস্টোরিতে সেই তথ্য সংরক্ষণ করা হয়। আপনি যদি ব্রাউজ করা ওয়েবসাইটের ঠিকানা সংরক্ষণ করতে না চান, তবে খুব সহজেই মুছে ফেলতে পারেন ওই ওয়েব হিস্টোরি। এ জন্য মজিলা ব্রাউজার চালু করে Ctrl+Shift+Del চাপুন। এবার ড্রপডাউন মেন্যু থেকে Everything-এ নির্দিষ্ট করে Clear No বক্সে ক্লিক করলেই আগের সব ওয়েবসাইটের তথ্য মুছে যাবে।

Thursday, June 2, 2011

আপনার কোন কিছু জানার থাকলে আমাক ইমেল করতে পারেন. 

Sunday, May 29, 2011

ফেইসবুকে ট্যাগ বন্ধ করা

ফেইসবুকে ছবি এবং ভিডিওসহ অন্যান্য তথ্যে বন্ধুদের যুক্ত বা ট্যাগ বন্ধ করা যায়। এজন্য ফেইসবুকে লগ ইন করে ওপরে ডান পাশে থাকা অ্যাকাউন্টে গিয়ে Privacy Settings-এ গিয়ে Customize-এ যান। সেখানে ক্লিক করলে নতুন আরেকটি পেজ আসবে। এই পেজের নিচের দিকে 'Things other settings' এর ট্যাগ অপশনে ক্লিক করে Customize-এ ক্লিক করুন। এরপর নির্বাচন করুন 'Only me'।

Sunday, May 15, 2011

জিমেইল অ্যাকাউন্ট মুছে ফেলা

গুগলের ওয়েবমেইল সেবা জিমেইলে অনেকেরই একাধিক অ্যাকাউন্ট রয়েছে। জিমেইলে কোনো ঠিকানা আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হলে সেটি মুছে ফেলতে পারেন। এ জন্য প্রথমে www.gmail.com-এ ঢুকে আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন। এরপর ওপরে ডান দিকে Settings-এ ক্লিক করুন। এবার Accounts and Import-এ ক্লিক করার পর google Account settings-এ ক্লিক করুন। এরপর গু products-Gi Edit লিংকে ক্লিক করুন। সবশেষে Remove gmail permanently-তে ক্লিক করে আপনার মসধরষ অ্যাকাউন্টটি মুছে ফেলুন।

Sunday, May 8, 2011

সফটওয়্যার আনইনস্টলার ব্যবহার

আনইনস্টল করতে অনেকেই উইন্ডোজের অ্যাড অর রিমুভ প্রোগ্রাম ব্যবহার করেন। উইন্ডোজের ডিফল্ট আনইনস্টলারের মাধ্যমে প্রোগ্রাম মুছে ফেলা গেলেও সফটওয়্যারের সব তথ্য ও রেজিস্ট্রি মুছে ফেলা যায় না। এ জন্য সফটওয়্যার আনইনস্টল করতে রেভো আনইনস্টলার ব্যবহার করতে পারেন। http://www.revouninstaller.com/revo-uninstaller-free-download.html ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটির বিনা মূল্যের সংস্করণ ডাউনলোড করা যাবে।

Monday, May 2, 2011

উইন্ডোজ সেভেনে অপ্রয়োজনীয় ফিচার বন্ধ

মাইক্রোসফটের উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে কিছু ফিচার রয়েছে, যেগুলো সব ধরনের ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় নয়। অপ্রয়োজনীয় এসব ফিচার অনেক সময় কাজের গতি ধীর করে দিতে পারে। অপ্রয়োজনীয় ফিচারগুলো বন্ধ করার জন্য উইন্ডোজ সেভেনের Start মেন্যু থেকে Control Panel-এ যেতে হবে। Programmes-এ ক্লিক করলে Turn Windows features on or off নামের একটি অপশন পাবেন। এখান থেকে যে প্রোগ্রামগুলো আপনার প্রয়োজন নেই, সেগুলোর টিক চিহ্ন তুলে দিয়ে ঙশ করুন।

ফ্রি SMS পাঠান যত খুশি।

আসলামু আলাইকুম। বন্দুরা আশাকরি ভাল আছেন। এই ব্লগে এটি আমার প্রথম পোষ্ট। আজ আমি আপনাদের সাথে যা শেয়ার করব তা'হল কিভাবে ইন্টারনেট হতে ফ্রি SMS পাঠানো যায়। তাহলে আর দেরি কেন? মোবাইল আথবা, কম্পিউটার-এ ইন্টারনেট connect করে http://www.smstexter.com এ গিয়ে দেশ select করে মোবাইল নাম্বার দিয়ে মনের ইচ্ছামত লিখে send করে দিন। আজ এই পর্যন্ত, ইনশাহ্ আল্লাহ আবার কথা হবে অন্য কোন পোষ্ট নিয়ে। ভাল লাগলে কমেণ্ট করবেন।

Popular Post